ক্ষীরের পাটিসাপটা



ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরির উপকরনঃ
• বাটা নারিকেল-১ কাপ
• দুধ-২ লিটার
• এলাচ-৪/৫ টি
• দারচিনি-২/৩ টি
• তেজপাতা -২ টি
• চিনি- ১ কাপ
• আতপ চালের গুঁড়ি/পোলার চালের গুঁড়ি- ৩ কাপ
• খেজুরের গুঁড় কুরানো – ১১/২ কাপ
• লবন-পরিমাণ মতো
• তৈল
• পানি- ১ কাপ

ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরির প্রনালীঃ
• ক্ষীরের জন্য দুধে এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য লবণ দিয়ে জ্বাল দিবেন।দুধ ১ লিটার পরিমাণ ঘন করবেন।১/৪ কাপ ঘন দুধ তুলে রাখুন। বাকি দুধে বাটা নারিকেল ও ১ কাপ চিনি/ গুঁড় মিশিয়ে ফুটিয়ে নিবেন। তুলে রাখা দুধে ১ টেবিল চামচ চালের গুঁড়ি গুলে ক্ষীরে দিন ও ঘন ঘন নাড়বেন। হালুয়ার মত ক্ষীর তৈরি করুন।
• হালকা গরম পানিতে চালের গুঁড়ি, চিনি/ গুঁড় দিয়ে গোলা তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রাখুন। গোলা যেন খুব ঘন না হয় আবার পাতলাও না হয়।
• ফ্রাইপ্যান বা তেলতেলে কড়াই গরম করে সামান্য তৈল মাখান। ১/২ কাপ গোলা ফ্রাইপ্যানে দিয়ে প্যান ঘুরিয়ে গোলা ছরিয়ে ঢেকে দিন।
• পিঠার উপরের দিক শুকিয়ে গেলে ১ টেবিল চামচ ক্ষীর একপাশে দিয়ে পিঠা মুড়ে তুলে নিন।
• ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

Comments