রুটি চিতই পিঠা
উপকরণ: পোলাওয়ের চাল বা আতপ চাল আধা কাপ। সিদ্ধ চাল ১ কাপ। লবণ সামান্য। ১ চা-চামচ বেইকিং পাউডার। ১টি ডিমের সাদা অংশ। ১ টেবিল-চামচ ময়দা। কুড়ানো নারিকেল আধা কাপ। পরিমাণ মতো হালকা গরম পানি এটা দিয়ে চাল ব্লেন্ড করতে হবে। তাই ডিমের সাদা অংশ একেবারে শেষে মেশাবেন।
আরও লাগবে: একটি বাটিতে অল্প তেল রাখবেন পাশে। সুতির কাপড় দিয়ে তেল লাগিয়ে প্রথমে প্যান মুছে নেবেন। ২,৩টি পিঠা বানানোর পরপর ওই তেল জড়ানো কাপড় দিয়ে প্যান মুছতে হবে।
পদ্ধতি: চার থেকে পাঁচ ঘণ্টা চাল ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজা অবস্থায় চাল মিহি করে বেটে নিতে হবে বা ব্লেন্ডারে একে একে
............................................................
রুটি চিতই পিঠা।
বড় চামচের এক চামচ গোলা প্যানে দিন। দুতিন সেকেন্ড পর বুদ বুদ উঠলে রুটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এক মিনিট পর নামিয়ে নিন। এভাবে বাকি পিঠাগুলো তৈরি করুন।।
ভর্তা, ভাজি বা মাংসের তরকারি সঙ্গে পরিবেশন করুন মুচমুচে রুটি চিতই পিঠা।
..............................................................
ঝাল চিতই পিঠা
ঝাল চিতই পিঠা করতে চাইলে উপরের নিয়মেই সব করতে হবে। তবে চিতই পিঠার গোলাতে দিতে হবে অল্প লবণ। আরও দিতে হবে কাঁচামরিচ-কুচি ২,৩টি। ধনেপাতা-কুচি ১ টেবিল-চামচ। অলিভ ইচ্ছা হলে দিতে পারেন।
পদ্ধতি: এসব উপকরণ মিশিয়ে নিয়ে আগের নিয়মেই তৈরি করুন ঝাল চিতই পিঠা ।
..............................................................
ডিম চিতই।
ঢেকে, ঢাকনার উপরে সামান্য পানির ছিটা দিন। তিন, চার মিনিট পর হয়ে গেলে নামিয়ে নিন।
............................................................
উপকরণ: খেজুরের গুড়। নারিকেল-কুচি। পরিমাণ মতো দুধ। আর রুটি চিতইয়ের উপকরণগুলো। দুধ চিতই।
পদ্ধতি: দুধ চিতই তৈরি করতে হলে, রুটি চিতইয়ের গোলাতে নারিকেল-কুচি মেশাতে হবে। তারপর সাজে গোলা ঢেলে ঢেকে দিয়ে, ঢাকনার উপরে পানি ছিটান অল্প। তিন, চার মিনিট পর নামিয়ে নিন।
দুধ জ্বাল দিয়ে ঘন করুন। একটু ঠাণ্ডা করে খেজুরের গুড় মেশান। গুড় গলে গেলে, চিতই পিঠাগুলো দিয়ে দিন।
এভাবে গুড়-দুধের মিশ্রণে এক ঘণ্টা পিঠা ভিজিয়ে রাখার পর পরিবেশন করুন।
Comments
Post a Comment