মাত্র ১০ মিনিটে পিজ্জা তৈরির সহজ রেসিপি

উপকরন:

    • পিজ্জা ব্রেড ১ টা
    • মোজেরেলা চিজ গ্রেটেট ১ কাপ
    • টমেটো সস ১/২কাপ
    • চিলি সস ২ চা চামচ
    • ক্যাপসিকাম কুচি ১/২কাপ
    • পেয়াজ কুচি ১/২কাপ
    • ওরিগানো ১ চা চামচ
    • গোল মরিচ ১/২চা চামচ
    •  পাপরিকা পাউডার ১/২চা চামচ
    • এক্সটা ভারজিন ওলিভ অয়েল ১ চা চামচ

প্রনালি:

প্রথমে একটি বাটিতে টমেটো সস, চিলি সস, পেয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ১/২চা চামচ ওরিগানো, গোল মরিচ, সব মিশিয়ে টপিং তৈরি করুন, একটা পিজ্জা ব্রেড নিন, তাতে অলিভ অয়েল ব্রাশ করুন।

এবার টপিং এর মিশ্রনটি দিয়ে দিন, উপরে মোজেরেলা চিজ ছড়িয়ে দিন। তার উপর বাকি ওরিগানো আর  পাপরিকা দিয়ে দিন।
প্রি হিটেট ওভেনে ৮-১০মিনিট বেক করুন ২৫০ডিগ্রিতে। তৈরি সহজ ও মজাদার পিজ্জা।

Comments