কাচা আমের শরবত


উপকরন 

আম-১টা 
চিনি-৫-৬ চামচ 
গোল মরিচ-১ চামচ 
বীট লবন-১ চামচ 
কাচা মরিচ-2 
লবন-প্রয়োজন মত 
পানি-আড়াই কাপ 

প্রনালীঃ 

কাচা আম কুচি কুচি করে কেটে উপকরন গুলোর সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

Comments